অনুসন্ধানবার্তা ডেস্ক:
ঢাকার পল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডিএমপির ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের এতথ্য জানান।
আরো পড়ুন- ধুনটে পুলিশের অভিযানে তিন গাঁজা বিক্রেতা গ্রেপ্তার
জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বিএনপির সিনিয়র এই দুই নেতাকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ।
পুলিশ জানায়, গত ৮ তারিখে পল্টনে সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।