ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার কিলঘুষিতে জাকির হোসেন (৩২) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, জাকির হোসেন তিন বছর আগে ধুনট উপজেলার মাজবাড়ি গ্রামের গোলাম রব্বানীর মেয়েকে বিয়ে করে শ^শুর বাড়িতে ঘর জামাই থেকে মুদি দোকানের ব্যবসা করে আসছিল। শুক্রবার রাত ৮টার দিকে মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে মুদির দোকানের সামনে একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের (২২) কাছে পাওয়া ৫০০ টাকা চান জাকির হোসেন।
আরো পড়ুন- বগুড়ায় বিএনপির ৫২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
এ নিয়ে দোকানদার জাকির হোসেন ও ক্রেতা জাহাঙ্গীর আলমের তর্কবিতর্ক শুরু হয়। এরই একপর্যায়ে জাহাঙ্গীর আলম ওই দোকানদার জাকির হোসেনকে কিলঘুষি মারলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ^শুর বাড়িতে নিয়ে গেলে শুক্রবার রাত ১১টার দিকে দোকানদার জাকির হোসেনের মৃত্যু হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।