নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
র্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জ সদরে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ জিবলু মল্লিক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী জিবলু মল্লিক মাগুড়া জেলার শ্রীপুর থানাধীন কাদীরপাড়া এলাকার মৃত তাসু মল্লিকের ছেলে।
র্যাব-১২, সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গোলচত্বর এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ (পেট্রো বাংলা) এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিবলু মল্লিককে আটক করা হয়েছে।