নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ সুমন ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া রাস্তার বটতলা নামক স্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সুমন ইসলাম এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার মৃত হাবিবর রহমানের ছেলে।
এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, কয়েক ব্যক্তি এলাঙ্গী-ফকিরপাড়া রাস্তার বটতলা নামক স্থানে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ সুমন ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্র্তা।