নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেন (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। (YAMAHA FZS-150)। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জামাল হোসেন ঢাকার সাভার থানাধীন লুটেরচর এলাকার মো: দিলগনির ছেলে।
আরো পড়ুন- ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশসুপার) মাহফুজ আফজাল জানান, গ্রেপ্তারকৃত জামাল হোসেন দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।