নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে কৃষি জমিতে পুকুর খনন করায় মাটি ব্যবসায়ীকে ১ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এই জরিমানা ঘোষণা করেন।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করছিল এক ব্যক্তি। রবিবার দুপুরে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাটি খননের ১টি এসকেভেটর মেশিন ও ৩টি ট্রাক্টর গাড়ি জব্দ করা হয়।
তিনি আরো জানান, পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় নুরুল ইসলাম নামে একজন মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।