ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ১৫০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা দক্ষিনপাড়া এলাকার মৃত জয়নাল প্রামানিকের ছেলে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিকে মাদকদ্রব্য সহ তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।