সিংড়া (নাটোর) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
নাটোরের সিংড়ায় গরুবাহী নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়নাল নামে এক যুবক নিহত হয়েছেন।
নাটোর জেলার সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের রানীপুকুর বাজার নামক স্থানে মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল রাজশাহী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, নাটোর থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে গরু বিক্রয়ের জন্য যাওয়ার পথে রানীপুকুর নামক স্থানে বামিহাল থেকে সিংড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি পুলিশের হেফাজতে রয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।