নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নিত্তিপোতা গ্রামের প্রায় এক শত বিঘা ফসলী মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।কালেরপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক মহসীন আলম, দপ্তর সম্পাদক আফসার আলী, আ’লীগ নেতা আবু তালেব, আনিছুর রহমান, জিএম পাশা, কালেরপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ আহমেদ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।