সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। পরবর্তীতে কোভিড-১৯ এর কারণে ২০২০ ও ২০২১ সালে সমাপনী পরীক্ষা স্থগিত ছিলো। দীর্ঘ ১৩ বছর পর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।