নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়াসহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। শীতার্তদের উষ্ণ পরশ দিতে বগুড়ায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস্থা সমাজ কল্যাণ সংস্থা।
শুক্রবার বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় সংস্থার পরিচালক ও জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডালিয়া নাসরিন রিক্তার উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসন-১৯ (পিরোজপুর) এর সংসদ সদস্য ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডরথি।
শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, উত্তারাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষের কষ্ট বৃদ্ধি পেয়েছে। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগতে শুরু করেছে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজন। এমন সময় শীত কাতর মানুষের শীত নিবারনের জন্য পাশে দাঁড়িয়েছে আস্থা সমাজ কল্যাণ সংস্থা। আমি সংস্থার পরিচালক ডালিয়া নাসরিন রিক্তাকে ধন্যবাদ জানাই এমন একটি মহৎ উদ্যোগের জন্য।
তিনি যেন প্রতি বছর শীতার্ত মানেুষের পাশে এভাইে দাঁড়াতে পারে। আমামী দিনে এই সংস্থাটি সমাজে আরো ভালো কাজ করে যাবে এইাই আমাদের প্রত্যাশা।
এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. স্বপ্না চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেরাত ইসলাম মুন্নি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা হক, শাজাহানপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী বেগম, সাধারণ সম্পাদক মৌসুমী, মহিলা নেত্রী শাপলা বেগম, মাসুমা বেগম, কবিতা, ইসমত আরা, কবিতা হক, জেসমিন বেগমসহ প্রমুখ।