ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার যুব উন্নয়ন অধিদপ্তরাধীন শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউন্টার ভ্যানে দুই মাস ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।