বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বগুড়ার শাজাহানপুরে বাসের চাপায় সিএনজি চালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টায় বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩৬) শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নাদির হোসেন জানান, রাজ্জাক তার সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস উঠানোর জন্য মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল রাজিত পাম্পের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি বাস তার অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।
এবিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর জয়নাল আবেদীন জানান, অজ্ঞাত ওই বাস অটোরিকসাকে চাপা দেওয়ার পর পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে রাজ্জাকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।