স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ তোফায়েল আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তোফায়েল আহমেদ নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ২০নং ওয়ার্ডের হাওলাদারপাড়া এলাকার মৃত কাশেমের ছেলে।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক (পুলিশ সুপার) মাহফুজ আফজাল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদরের বাঘোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।