স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা: বগুড়া সদর-৬ আসনের (এমপি) উপ-নির্বাচনে বগুড়া সদর বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বাদল শাহজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, দলের বাইরে থেকে নির্বাচন করছি কিন্তু মানুষতো জানে আমি কার লোক।
তিনি আরো বলেন, দলে আছি কি নেই, তা দল নির্ধারণ করবে। তবে বিএনপির আদর্শ আমি লালন করি। বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করার পর তিনি কেন নির্বাচন করছেন এমন প্রশ্নের জবাবে সরকার বাদল বলেন, বিএনপি থেকে বিচ্ছিন্ন নই, এখন আমি স্বতন্ত্র প্রার্থী। দেশের উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নিয়েছি।