স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ সহ বাবু ওরফে রায়হান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪ টার দিকে ধুনট উপজেলার মাঠপাড়া-পেঁচিবাড়িগামি রাস্তার মাঠপাড়া উত্তর এলাকা থেকে চোলাই মদ বিক্রিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু ওরফে রায়হান মাঠপাড়া এলাকার শফিকুল ইসলাম উকিলের ছেলে।
এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, রাতে ডিউটি পালনকালে জানতে পারি, ধুনট উপজেলার মাঠপাড়া-পেঁচিবাড়িগামি রাস্তার মাঠপাড়া উত্তরপাড়া এলাকায় চোলাই মদ বিক্রি করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫টি প্লাস্টিকের জারকিনে ১০ লিটার করে মোট ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় চোলাই মদ বিক্রির দায়ে বাবু ওরফে রায়হানকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।