স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা: বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় বগুড়ার ধুনট উপজেলার মোটরসাইকেল চালক আব্দুস সোবহানের (৩২) মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে ধুনট উপজেলার পাশর্^বত্তী কাজিপুর উপজেলার পাইকপাড়া এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাটের ইসলামপুর এলাকার আফসার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুস সোবহান মোটরসাইকেল চালিয়ে ধুনট থেকে কাজিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকপাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।