স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় জোরপূর্বক বালু উত্তোলনে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক কৃষককে ছুরিকাঘাতের মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হলো- ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের দক্ষিণ বিলচাপড়ী গ্রামের বাদশাহ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮)।
মামলাসূত্রে জানাগেছে, দক্ষিণ বিলচাপড়ী গ্রামের কৃষক আবুল কালাম এলাঙ্গী মৌজায় সাড়ে ২৮ শতক জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে। গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের বাদশাহ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওই কৃষকের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক এক্সেভেটর মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকে।
এসময় বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন ও তার লোকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধরের একপর্যায়ে কৃষক আবুল কালামের পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধুনট হাসপাতাল এবং পরবর্ত্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা করে।
এঘটনায় আহত আবুল কালামের ছেলে শামীম আহমেদ বাদী হয়ে দেলোয়ার হোসেন সহ ৫ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা দায়েরের পর ১নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।