স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল।
বৃহস্পতিবার রাতে বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া নিউ চলাচল ফিলিং ষ্টেশন এর সামনের রংপুর-টু-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (২৩) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম পানি মাচকুটি এলাকার আমিনুল ইসলামের ছেলে।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম (বিপিএম-সেবা) এতথ্য নিশ্চিত করে জানান, এঘটনায় বগুড়া জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।