স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি দল।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে নাভিলা স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আব্দুল কাদের (৩০) কুমিল্লা জেলা সদরের ভাটেরা জঙ্গলপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
র্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ এর অর্ডন্যান্স মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলা এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।