ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ রাজু চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ।
শনিবার বিকালে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের আমেনা-ময়েন দাখিল মাদ্রাসার সামনের রাত থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু চন্দ্র দাস মথুরাপুর ইউনিয়নের পীরহাটি সাহাপাড়া এলাকার সনাতন চন্দ্র রবিদাসের ছেলে।
এবিষয়ে ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, গোাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ রাজু চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। এবিষয়ে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।