স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের বিরুদ্ধে পদবী বাণিজ্যের অভিযোগ উঠেছে। কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নাঈম ইসলাম এবিষয়ে বগুড়া ছাত্রলীগ বরাবর লিখিত অভিযোগ করেছেন।
কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে নাঈম ইসলাম নামে এক কর্মীর কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
কিন্তু দীর্ঘদিনেও তাকে পদবী না দেওয়ায় টাকা ফেরত চায় নাঈম। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
একারনে ভুক্তভোগি ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে শনিবার (১৪ জানুয়ারি) বগুড়া জেলা ছত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয়ের স্বাক্ষরিত এক দলীয়পত্রে ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারকে শোকজ করা হয়েছে।
তবে ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নাঈম আমার লোক হলেও প্রতিপক্ষরা তাকে দিয়ে মিথ্যাচার করাচ্ছে।