স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএস কামাল হোসেন বলেছেন, বাঙালীর হাজার বছরের স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ডাকে নয় মাস যুদ্ধ করে বাঙালি বিজয়ী হলেও স্বাধীনতার পূর্ন স্বাদ তখনো পায়নি বাঙালি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাঁতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ভোট ডাকাতি করেছে, মানুষ খুন, গুম করেছে। এসব ছাড়া তারা জনগণের জন্য আর কিছুই করেনি। কিন্তু আমরা এখন গর্ব করতে পারি, শেখ হাসিনা মানবতার দিক থেকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি দেশের উন্নয়ন এগিয়ে নিতে সকলকে বগুড়ার উপ-নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
রবিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম.আব্দুর রাজ্জাক।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক,সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সভাপতি লিটন পোদ্দার, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মনজু, তাঁতীলীগের সাধারন সম্পাদক রাসেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব শাহা, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জয় প্রমূখ।