স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি। বুধবার বিকালে ধুনট উপজেলার গোপালনগর, ধুনট সদর, এলাঙ্গী ও কালেরপাড়া ইউনিয়নের ৯ শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি।
পৃথক এসব কম্বল বিতরকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।