স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে সাবেক বিএনপি নেতা ও শাহজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সরকার বাদল প্রার্থীতা ফিরে পেয়েছেন।
সরকার বাদল মোবাইল ফোনে জানান, গত ১৬ জানুয়ারী উচ্চ আদালতে রীট পিটিশন করেছিলেন। আজ শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, জাবেদা নকল উঠাতে সময় লাগবে তাই আইনজীবীর সার্টিফিকেট
নিয়ে বগুড়া রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন অফিসে ই-মেইল করে পাঠিয়েছি।
এক শতাংশ স্বাক্ষর নেয়ার বিধান অনৈতিক হিসেবে উল্লেখ করে সরকার বাদল বলেন, এই নিয়ম বাতিল করা হোক। যদি এই নিয়ম চালু থাকে তবে দলীয় প্রার্থীদেরও একই নিয়মে আনা হোক।
আক্ষেপ করে তিনি আরো বলেন, এখন সবাই ভোটের মাঠে, আর আমি ঢাকায়। নির্বাচন কমিশন আমার প্রচারণা থেকে দূরে রাখলো। তাই বলতেই পারি নির্বাচন কমিশনকে, ফিরিয়ে দিন আমার কয়েকটি দিন।