স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী আব্দুল করিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২১ জানুয়ারি) ধুনট বাসট্যান্ড এলাকার খেলার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল করিম ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের সবুর আলী প্রামানিকের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আব্দুল করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার ধুনট বাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।