বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বগুড়া শহরের কালীতলা এলাকায় স্থানীয় পৌর কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ চক্রবর্তীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান আলোচক ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইসুল তোফায়েল কোয়েল, আব্দুস সাত্তার, গোলাম রহমান ফটো, কামরুল বাশার, রহমাতুল ইসলাম মনির, শাহাদত হোসেন পিয়াল প্রমূখ।