বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: বগুড়ার সংসদ সদস্য উপ-নির্বাচনে হিরো আলমের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চলচ্চিত্র নায়িকা মুনমুন।
শুক্রবার দিবাগত রাতে মনুমুন ও তার সাথে আসা লোকজন হিরো আলমকে নিয়ে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় হিরো আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান।
প্রচারণাকালে মুনমুন বলেন, নওগায় একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন। সেখান থেকে হিরো আলমের জন্য বগুড়ায় এসেছেন। একেবারে তৃনমুল থেকে উঠে আসা হিরো আলম মানুষের কষ্ট বোঝে। সে কিন্তু অনেক বুদ্ধিমান। সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা অনেক। তাই আমি আশা করছি হিরো আলম বিজয়ী হবেই।
জনসংযোগকালে মুনমুন সবার কাছে হিরো আলমের জন্য একতারা মার্কায় ভোট চাইলেন। এসময় হিরো আলম বলেন, আরো অনেক শিল্পী আসবে প্রচারণায়। আপনারা দেখতে পাবেন।