ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ধুনট পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া মাহফিল শেষে ধুনট বাজারের পথচারী দুস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবিএস সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন, ধুনট পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক পারভেজ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পাভেল আহমেদ, শাহাদত হোসাইন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান হোসাইন, আসাদুল ইসলাম, সোহানুর রহমান, রাজন আহমেদ, রুবেল ইসলাম প্রমূখ।