শেরপুরে আ’লীগের শান্তি সমাবেশে আম্বিয়াকে মঞ্চে না ডাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া শেরপুরের খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়াকে মঞ্চে না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানাযায়, আহসান হাবিব আম্বিয়া অসুস্থতা জনিত কারণে বিগত ২০২১ সালে ডিসেম্বর মাসের ২৮ তারিখে শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেক স্ব-ইচ্ছায় পদত্যাগ করেন। পরে তাকে উপজেলা কমিটি থেকে বহিস্কার করা হয়। দীর্ঘদিন রাজনীতির বাহিরে থাকার পর গত ২০ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর ক্ষামা চেয়ে একটি লিখিত আবেদন দেন আহসান হাবিব আম্বিয়া।

আবেদনের প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর গনভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক আহসান হাবিব আম্বিয়াকে ক্ষমা করা হয় এবং ২৮ জানুয়ারি বগুড়া জেলা আওয়ামীলীগ ও শেরপুর উপজেলা আওয়ামীলীগকে চিঠি দেয়া হয়। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত সেই সমাবেশে বিশাল একটি শোভাযাত্রা নিয়ে শান্তি সমাবেশে আসেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া।

কিন্তু তাকে মঞ্চে না ডাকায় তার সমর্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার নেতাকর্মীদের শান্ত করে সমাবেশস্থলে বসান।

এ ব্যাপারে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কয়েক নেতা বলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তাকে মঞ্চে ডাকা যেতেই পারতো। কিন্তু কেন তা করা হয়নি তা আমাদের জানা নেই। এভাবে চলতে থাকলে তৃনমূল পর্যায়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করা সম্ভব হবেনা।

এবিষয়ে সদ্য ক্ষমাপ্রাপ্ত শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এতেই খুশি। আমার অবস্থান থেকে আওয়ামীলীগের সকল কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমি আমার সমর্থিত নেতাকর্মীদেরকে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কমান্ড মেনে চলার আহবান জানাচ্ছি।