স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৬ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, বগুড়ায় চাঁদাবাজ ও সন্ত্রাস প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যেনো অনৈতিক সুবিধা নিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারী দুপুর ২টায় বগুড়া শহরের নবাববাড়ী রোড এলাকায় সরিফা ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি ও সরিফা ট্রেড সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা হাসান হামিদুর রহমান রাজু, নূরুল ইসলাম, সায়দুর রহমান বাবু, আব্দুর রাজ্জাক পিন্টু, খোরশেদ আলম, শাহীন পশারী, তাজুল ইসলাম, আব্দুর রশিদ, মাসুম, জেলা যুবলীগ নেতা কামরুল বাশার খান প্রমুখ।