ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে আগুনে পুড়ে তালাবদ্ধ অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের লিটনের ছেলে সিয়াম (৭) ও মুস্তাকিম (৫)।
ভান্ডারবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকালে কাঠমিস্ত্রী লিটনের দুই ছেলে সিয়াম ও মুস্তাকিম তাদের ঘরে টিভি দেখছিল। তখন তাদের মা ঘরে তালা দিয়ে ফসলী মাঠ থেকে ছাগল আনতে যায়। কিন্তু কিছুক্ষন পরেই প্রতিবেশিরা তাদের ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করে আগুন নেভানোর চেষ্টা করে। তখন লিটনের স্ত্রী ছুটে এসে চিৎকার করে বলতে থাকে, ঘরে তার দুই ছেলে রয়েছে। কিন্তু ততক্ষনে তাদের দুইটি ঘর আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে শিশু দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
এবিষয়ে ধুনট থানার এসআই আব্দুল আজিজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধার করেছে। তারা জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে নিহত দ্ইু শিশুর শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।