ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার বিকালে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর নেতৃত্বে ধুনট উপজেলা যুবলীগের মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেন ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, নাজমুল হক, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহাদত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মুহিত চাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউনুস আলী, সহ-সম্পাদক সুজন শেখ, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন স্বাধীন, রিপন রানা, ফারাইজুল মল্লিক, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সাত্তার, অমৃত কুমার লিটন সহ ১০টি ইউনিয়ন যুবলীগ এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।