নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানাবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেছেন, যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়। ৭২ এর ১১ নভেম্বর স্বাধীন বাংলাদেশে যুবলীগ নামে যে সন্তানের জন্ম হয়েছিল, সেই প্রাণের সংগঠন নামে সেই সন্তানের বয়স এখন ৫১ বছর। একদিকে যেমন যুবলীগ নামক সন্তানটির বয়স বেড়েছে, তেমনি দায়িত্ব বেড়েছে প্রচুর।
তাই ইতিহাসের পাতার সেই যুবলীগ নামক সন্তানটি আবারো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের ৬ ও ৯নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনাহাটা বাজার এলাকায় নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, রেজাউল করিম, যুবলীগ নেতা আব্দুল হান্নান, রাসেল মাহমুদ, সুমন সরকার, মিনহাজ উদ্দিন মিঠু, রাশেদুজ্জামান সবুজ, মাহমুদুল হাসান মিলন, ইবনে সউদ, রাকিবুল ইসলাম রাকিব, মিনহাজুল ইসলাম বাবু, মনির হোসেন প্রমূখ।
সম্মেলনে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে বাবু আকন্দ, সাধারণ সম্পাদক পদে আল আমিন ও সাংগঠনিক সম্পাদক হোসেল রানা নির্বাচিত হয়েছে। এছাড়া ৯নং ওয়ার্ডে সভাপতি পদে জামাল উদ্দিন বাদশা, সাধারণ মজনু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন নির্বাচিন হন।