স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ১০ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। শনিবার সকাল ১১টায় র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার গাবতলীর দুর্গাহাটা এলাকার আব্দুল মালেকের ছেলে মানিক মিয়া (৩১), কাহালু উপজেলার সাগাটিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম রানা (৪৭) এবং একই উপজেলার সারাই এলাকার আব্দুল খালেক আকন্দের ছেলে মাহবুবুল আলম (৫১)। এদের মধ্যে মানিক মিয়া হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি।
র্যাব কমান্ডার নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত আনুমানিক ১০ টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় চট্রগ্রাম থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহিবাসে গোপন অভিযান চালানো হয়। অভিযানে যাত্রীবেশে থাকা মানিক, মাহবুবুল ও রবিউলের বসার সিটে তল্লাশি করে একটি শপিং ব্যাগে ১০ হাজার ৬৮০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ৪টি মোবাইল ফোনসহ নগদ ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।