লালমনিরহাট প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
লালমনিরহাটে জেএমবির ৫ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো- হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. আকমল হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে জেএমবির ৫জন সদস্যকে পৃথক পাঁচটি মামলার রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।