ধুনটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
বগুড়ার ধুনটে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য নিয়ে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও সঞ্জয় কুমার মহন্তসহ অতিথিবৃন্দ। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আ’লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।

আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য নিয়ে বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।