স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগ, সদর ইউনিয়ন, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪মার্চ) দুপুরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারের মুজিব চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। তারা রাজনীতির নামে অগ্নি সন্ত্রাস সৃষ্টি করেছিল। পক্ষান্তরে আওমীলীগ ছাত্রদেরকে আদর্শিক মানুষ বানায়।
তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের সেবায় রাজনীতি করে। তারা অন্যায়ের প্রতিবাদ করে। তাই বঙ্গবন্ধুর আদর্শিক ছাত্রলীগ নেতাকর্মীরা দেশ বিরোধী বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
ধুনট উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মুঞ্জুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পি রহমান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কুদরত-ইখুদা জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার ও ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
সম্মেলনে ধুনট পৌর ছাত্রলীগের সভপতি পদে সাকিব শাহরিয়ার খান বিজয় ও সাধারণ সম্পাদক পদে ইব্রহিম হোসেন ইবু, ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে সৌরভ হাসান জিম, সাধারণ সম্পাদক পদে আজিজুল হাকিম, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোমিম ও সাধারণ সম্পাদক আজিজুল হক এবং আদর্শ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইকবাল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম নির্বাচিত হয়।