স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত দুটি আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬মার্চ) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই দুটি ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৮নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে তাহমিনা খাতুন (তালগাছ মার্কা) ২ হাজার ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রীতি তানজিলা (মাইক মার্কা) পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।
অপরদিকে ১০নং গোপালনগর ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে মরিয়ম খাতুন (তালগাছ মার্কা) ১ হাজার ৫১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা খাতুন (মাইক মার্কা) পেয়েছেন ১ হাজার ৩৩৩ ভোট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত জানান, নির্বাচনী এলাকায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব, পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলো।