স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ১০৩ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ইউএনও পত্নী সুমি চৌধুরী, ভাইস চেয়ারম্যান মহসীন আলম সহ শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতৃবৃন্দ।