বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠান এবং বিসিবির সিদ্ধান্ত বাতিলের দাবীতে শিকল বেধে ও কাফনের কাপড় পড়ে আবারো অনশনে নেমেছেন হুমায়ুন আহমেদ রুমেল। রবিবার সকাল থেকে শহরের সাতমাথায় তাকে এই অনশন কর্মসূচি পালন করতে দেখা যায়।
এরআগে গত ৫ মার্চ আমরন অনশন শুরু করলে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম আহাম্মেদের আশ্বাসে ৪ দিনের মাথায় অনশন বিরতি করেন রুমেল। তবে তখন তিনি বলেছিলেন, যদি ভেন্যু বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় তাহলে ১৯ মার্চ থেকে আবারো অনশনে যাবেন।
এবার রুমেল বলেন, শুনেছি ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নিয়ে কাজ চলছে। কিন্তু এখনও সিদ্ধান্ত বাতিলে না হওয়ায় আমি আবারো আমরন অনশন শুরু করলাম।