
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপােজলার মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসাবে ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মর্তুজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, সাবেক দপ্তর সম্পাদক আফসার আলী, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ।