স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ঈদ উপলক্ষে দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর উদ্যোগে ধুনট উপজেলার চিকাশী ও নিমগাছী ইউনিয়নের ২০০ জন দুস্থ মানুষের মাঝে এসব অর্থ বিতরণ করা হয়।
পৃথক এসব অর্থ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাহ, নিমগাছী ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হক, বগুড়া জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।