স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সারাদেশে বিদ্যুৎ-গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বগুড়ার ধুনট উপজেলা বিএনপি গণ অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (৮ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
ধুনট উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কে,এম মাহবুবুর রহমান হারেজ।
ধুনট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাতেমুজ্জামান তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মন্ডল, আবুল মনছুর পাশা, আপেল মাহমুদ, আকতার আলম সেলিম, মাহবুব হোসেন চঞ্চল, আমিনুল ইসলাম, ওলিউল ইসলাম, কবির তালুকদার প্রমূখ। এছাড়া কর্মসূচিতে ধুনট উপজেলা, পৌর এবং ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি শেষে ধুনট উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।