ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজনকে গালিগালির পর লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে ধুনট উপজেলা পরিষদের প্রকৌশল কর্মকর্তার অফিস কক্ষের সামনে এই ঘটনা ঘটে।

এবিষয়ে ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন বলেন, বিদেশী অর্থায়নে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ধুনট সদর ইউনিয়নের চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা নির্মান কাজটির দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার নির্মান কাজটির বিল জমা দেন ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। কিন্তু বিলের সঙ্গে কয়েকটি কাগজপত্র না থাকায় বিলটি দেওয়া সম্ভব হয়নি। এতে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে অফিসের কক্ষ থেকে বের হয়েই আমাকে সহ অফিসের সবাইকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে এবং একপর্যায়ে মারমুখি আচরণও করেন তিনি। তবে একজন জনপ্রতিনিধির কাছে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।

তবে এবিষয়ে ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, কাউকে গালাগালি বা লাঞ্ছিত করা হয়নি। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।