স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাকের উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, তেল, চিনি, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহসান হাবীব বাঁধন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রউফ, সোহান সাগর, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম পারভেজ, সাব্বির সহ দলীয় নেতৃবৃন্দ।