কাজিপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও (অতিরিক্ত) ও উপ-সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব প্রমূখ।