স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার হামলার শিকার হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার সিমান্তবাজারে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় গান্ধাইল ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শামীম তালুকদার (৫৫) কে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে আহত কাজিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার জানান, ঘটনার দিন দুপুরে সিমান্ত বাজার এলাকায় গেলে দু’দফায় হামলা চালানো হয়। তার মাথায় ও ডান বাহুতে আঘাত প্রাপ্ত হয়েছেন।
এবিষয়ে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে হামলার বিষয়ে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গান্ধাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।