ধুনটে আরো ৪ ইউনিয়নে এমপি হাবিবের ঈদ উপহার প্রদান
বগুড়ার ধুনট উপজেলার আরো চারটি ইউনিয়নে ৫শ দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার আরো ৪ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি তার নিজস্ব তহবিল থেকে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। রবিবার ধুনট সদর, চৌকিবাড়ী, মথুরাপুর ও গোপালনগর ইউনিয়নের ৫শ দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।


এরআগে শনিবার ধুনট উপজেলার এলাঙ্গী, নিমগাছি ও চিকাশী ইউনিয়নের ৪শ দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেন এমপি হাবিবর রহমান।

পৃথক এসব বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, আওয়ামীলীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, আফছার আলী, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, জাকারিয়া খন্দকার প্রমুখ।