ধুনটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বগুড়ার ধুনটে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনির হোসেন, আ’লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।